বরাবর,
চেয়ারম্যান
৬নং ঘোষগাঁও ইউনিয়ন পরিষদ
গ্রাম্য আদালত
ধোবাউড়া, ময়মনসিংহ।
বাদী: বিবাদী: স্বাক্ষী:
মোছা: সমলা আক্তার মো: শহিদুল ইসলাম ১। মো: হাশিম উদ্দিন
পিতা-মো: আব্দুছ সাত্তার পিতা-মো: আ: খালেক পিতা-মৃত বাছির উদ্দিন
সাং- জরিপাপাড়া, ডাকঘর-ঘোষগাঁও সাং-ঘোষগাঁও ,ডাকঘর-ঘোষগাঁও সাং- ঘোষগাঁও , ডাকঘর-ঘোষগাঁও
ধোবাউড়া, ময়মনসিংহ। সদর, ময়মনসিংহ। সদর, ময়মনসিংহ।
২। মো: আব্দুর রহিম
পিতা-মৃত অহেদ আলী
৩। মো:আ: হামেদ
পিতা-মৃত আ: বারেক
সর্বসাং- ঘোষগাঁও
ডাকঘর- ঘোষগাঁও
সদর, ময়মনসিংহ।
বিষয়: ভরণ পোষন না দেওয়া ও নির্যাতন করায় সুবিচারের আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, উপরোল্লিখিত বিবাদীর সহিত বিগত ০৪ (চার) বছর পূর্বে ইসলামী শরাহ অনুযায়ী বিবাহ হয়। বিবাহের পর হইতে দেখা যায়আমার স্বামী পরধন লোভী সময় সময় আমাকে চাপ দিত টাকা নেওয়ার জন্য। আমি বলতাম আমার বাবা গরীব মানুষ টাকা দেওয়ার মত সামর্থে নেই এই বলেই আমি রেহাই পায় নাই।আমাকে সে শারীরিক এবং মানষিক নির্যাতন করে। বর্তমানে আমি পিত্রালয়ে বসবাস করছি আমার ঘরে একটি কন্যা সন্তান আছে। আজ ০৬ (ছয়) মাস যাবত কোন ভরণ পোষন দিচ্ছেন না।
অতএব, বিনীত প্রর্থনা এই যে, সরেজমিনে তদন্ত সাপেক্ষ সুবিচার করিয়া বাধিত করিতে আজ্ঞা হয়।
নিবেদক
ইতি-স্বাক্ষরিত
মোছা: সমলা আক্তার
তারিখ: ১৪/০৩/২০১৪ইং।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস