Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

ময়মনসিংহ  বিভাগের অর্জনসমূহঃ

  • পরিকল্পিত নতুন বিভাগীয় শহর ও বিভাগীয় সদর দপ্তরের জন্য ৪৩৬৬.৮৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন লাভ।
  • বিভাগীয় পর্যায়ে ৩০টির মধ্যে ২১টি অফিসের কার্যক্রম শুরু।
  • জনবান্ধব উপজেলা ভূমি অফিস বিনির্মাণের জন্য গৃহীত ২৪টি উদ্যোগ অধিকাংশই বাস্তবায়নাধীন।
  • জনবান্ধব উপজেলা প্রশাসন বিনির্মাণের লক্ষ্যে ৩৯টি উদ্যোগ বাস্তবায়নাধীন ।
  • শিশুদের প্রাথমিক বিদ্যালয় হতে ঝড়ে পড়া রোধকল্পে ৩,১৪৪টি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। মিড ডে মিল এর অংশ হিসেবে ৫,৪৩২টি বিদ্যালয়ে ৮,০৮,৪০০ টি টিফিনবক্স ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
  • ২০১৬-১৭ সালে ৬৬৪টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। এ পর্যন্ত ময়মনসিংহের ০৩টি, জামালপুরের ৩টি এবং শেরপুরের ১টি উপজেলাসহ মোট ০৭টি উপজেলা বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের মধ্যে এ বিভাগের সবগুলো উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে।
  • সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে জেলা পর্যায়ে ০৯ টি, উপজেলা পর্যায়ে ১০৫টি, পৌরসভা পর্যায়ে ৭৫টি এবং ইউনিয়ন পর্যায়ে ৭৬৫টি কমিটি করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে।
  • ভিক্ষুক পুনর্বাসনের জরিপ কার্যক্রম সমাপ্ত হয়েছে। উক্ত জরিপ অনুযায়ী মোট ২৪,৪৯৮ জন ভিক্ষুকের মধ্যে ৪২২ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে এ বিভাগের সকল ভিক্ষুককে পুনর্বাসন করে এ বিভাগকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে।
  • উদ্ভাবনী ও জনকল্যাণমুখী কাজে আরো উৎসাহিত করার জন্য বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মকর্তা, ১ জন স্থানীয় জনপ্রতিনিধি, ১জন সমাজসেবক ও শিক্ষাবিদ এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ বিদ্যালয় ও কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭জন বালিকা খুদে ফুটবল খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়েছে।

 

জেলার অর্জনসমূহঃ

ময়মনসিংহঃ

  • ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন একটি দৃশ্যমান ও সফল বৃক্ষরোপন আন্দোলন হচ্ছে ‘‘সবুজ বিপ্লব’’।
  • যানজট নিরসনে অটো-রিক্সা নিয়ন্ত্রণ, ‘‘পরিচ্ছন্ন ময়মনসিংহ’’ উদ্যোগ গ্রহণ।
  • শহরের বিভিন্ন রাসত্মা ও ফুটপাত দখলমুক্ত অভিযান।
  • অবৈধ প্যানাফ্লেক্স, ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড, তোরণ, গেইট অপসারণ কার্যক্রম চলমান।
  • পিভিসি স্যুইচ ভাল্ব সম্বলিত টু পিট ল্যাট্রিন প্রকল্প।
  • কৃষকদের ফসলের নানা সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান দেওয়ার জন্য ‘‘কৃষকের জানালা’’ একটি ডিজিটাল প্রয়াস।
  • মুক্তিযোদ্ধাদের হেল্থ কার্ড বিতরণ।
  • ডিজিটাল হাজিরা চালুকরণ।
  • ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী চলমান।
  • বাল্য বিবাহ মুক্তকরণ কার্যক্রম চলামান।

জামালপুরঃ

  • ফেইসবুকে প্রাপ্ত জনচাহিদার ভিত্তিতে জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে জামালপুরে ‘‘Clean Jamalpur, Green Jamalpur”  সামাজিক উদ্যোগ গ্রহণ।
  • ডিজিটাল হাজিরা চালুকরণ।
  • মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও গ্রাম পুলিশদের বেতন ভাতা প্রদান।
  • পেনশনারদের জন্য বিশেষ উদ্যোগ।
  • হিজড়াদের পুনর্বাসন কার্যক্রম।
  • নকশীকাঁথার উন্নয়ন।
  • মোবাইল ডাস্টবিন চালুকরণ।
  • ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী চলমান।
  • বাল্য বিবাহ মুক্তকরণ কার্যক্রম চলামান।

নেত্রকোণাঃ

  • গর্ভবতী মায়েদের দ্রম্নত নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার জন্য ‘‘মা এ্যাম্বুলেন্স’’ চালুকরণ।
  • ওয়েবসাইটের মাধ্যমে নামজারিসহ ভূমি ভিত্তিক সেবা সহজীকরণ করা হয়েছে।
  • ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী চলমান।
  • বাল্য বিবাহ মুক্তকরণ কার্যক্রম চলামান।

শেরপুরঃ

  • ‘‘বায়ো ফেন্সিং’’ এবং ‘‘সোলার ফেন্সিং’’ ব্যবহার করে বন্য হাতি থেকে সাধারণ মানুষের ফসল ও জান-মালের রক্ষা করা হয়েছে।
  • ‘‘দুধ গ্রাম’’ প্রতিষ্ঠা।
  • ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী চলমান।
  • বাল্য বিবাহ মুক্তকরণ কার্যক্রম চলামান।